ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

পাবনায় নকল সিগারেট-ব্যান্ডরোল জব্দ 

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১২:৪৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
পাবনায় নকল সিগারেট-ব্যান্ডরোল জব্দ 

ঈশ্বরদীতে অভিযান চালিয়ে নকল সিগারেট ও নকল ব্যান্ডরোল জব্দ করেছে পুলিশ।  

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও নকল ব্যান্ডরোল জব্দ করেছে পুলিশ।  

শনিবার (১৫ ফেব্রুয়ারি)  পাবনার ঈশ্বরদী উপজেলার বড়ইচড়া তেঁতলতলা মোড়েরের ক্লাসিক টোব্যাকো লিমিটেড কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ জানিয়েছে, ক্লাসিক টোব্যাকো কারখানায় অভিযান চালিয়ে টপ লাইট, টপ ২০, লন্ডন, স্কয়ার গোল্ড, পার্লামেন্ট ব্র্যান্ডের ১১ লাখ শলাকা দেশিয় উৎপাদিত অবৈধ সিগারেট জব্দ করা হয়।  এছাড়া, জাল ও পুনঃব্যবহৃত ২০ হাজার নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। 

সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে সিগারেট উৎপাদন, জাল ও পুনঃব্যবহৃত নকল ব্যান্ডরোল ব্যবহারের অভিযোগে ক্লাসিক টোব্যাকো লিমিটেডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা। 

খাত সংশ্লিষ্টরা বলছেন, সিগারেটসহ শতাধিক পণ্য ও সেবার ওপর গত ৯ জানুয়ারি থেকে শুল্ক ও কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এরইমধ্যে নতুন মূল্যের ভিত্তিতে স্ট্যাম্প ও ব্যান্ড রোল ব্যবহারের নির্দেশনা জারি করেছে। 

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়