ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভ্যুত্থানে আহতদের সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা পরিষদ

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫  
অভ্যুত্থানে আহতদের সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা পরিষদ

জুলাই গণঅভ্যুন্থানে আহতদের সহায়তা দেওয়া হয়

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তারুণ্যের অবদানের স্মরণে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে রাঙামাটি পার্বত্য জেলায় আহত ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদের এনেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মোহাম্মদ শিবলি নোমান, সদস্য দেবপ্রসাদ দেওয়ানসহ পরিষদের অন্যান্য সদস্যরা। স্বাগত বক্তব্য রাখেন সদস্য মিনহাজ মুরশীদ।

আরো পড়ুন:

আহতদের পক্ষে বক্তব্য রাখেন লংগদু উপজেলার মো. আমান উল্ল্যাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘‘আমরা ২৪ কে অন্তরে ধারণ করে আগামীর জন্য স্বপ্ন দেখতে চাই। যে দেশের স্বপ্ন নিয়ে আমরা গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা আগামীতেও সর্বদা কাজ করে যাবো।’’ কিছুটা বিলম্বে হলেও জেলা পরিষদ গণঅভ্যুত্থানে আহতদের স্মরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 

জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, ‘‘গণঅভ্যুত্থানে আহতদের জন্য কিছু করতে পেরে আমরা সত্যিই খুব গর্বিত। হয়ত খুব বেশি কিছু করতে পারিনি, কিন্তু ভবিষ্যতে আমাদের পক্ষ থেকে আরো কিছু করার চেষ্টা থাকবে।’’

অনুষ্ঠানে মোট আট জন আহত ছাত্রকে সংবর্ধনা ও নগদ অর্থের চেক তুলে দেন অতিথিরা। যার মধ্যে দুইজনকে জনপ্রতি ১ লাখ টাকা, তিনজনকে জনপ্রতি ৪০ হাজার টাকা এবং তিনজনকে জনপ্রতি ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।
 

ঢাকা/শংকর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়