আ.লীগ ছাড়াও একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে: সোহেল
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল
আওয়ামী লীগ ছাড়াও একটি দল বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করছে বলে দাবি করেছেন দলটির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
তিনি বলেন, “আন্দোলনের স্বার্থে সংগঠনের নাম ব্যবহার করা না হলেও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থাণের পড়তে পড়তে বিএনপি ও সহযোগী সংগঠনের অংশগ্রহণ ছিল।”
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর শাখা বিএনপির ত্রি-বাষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, “যারা এক কোটি তরুণকে ভোট দিতে বাধা দিয়েছে, এ দেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করেছে, তাদের নির্বাচনে অংশগ্রহণের অধিকার নেই।”
এসময় কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা/শোভন/মাসুদ