বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অনেক
হবিগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের গুনই গ্রামের মদন মুরত এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় ইউপি সদস্য কুমেদ আলী জানান, গত শনিবার গ্রামের কয়েকজন জুয়ার আসর বসান। এ নিয়ে সাবেক ইউপি সদস্য আবু মিয়া ও কুতুব উদ্দিনের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সেখানে উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করেন। গত রবিবার কুতুব উদ্দিনের পক্ষের এক লোককে একা পেয়ে আবু মিয়ার পক্ষের লোকজন মারধর করে। পরে গ্রামের মুরব্বিরা বিষয়টি সমাধানে শালিসের উদ্যোগ নেন।
তিনি আরো জানান, সোমবার বিকেলে আবু মিয়ার পক্ষের কয়েকজনকে মারধর করে কুতুব উদ্দিনের পক্ষের লোকজন। এ নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অনেকেই আহত হয়েছেন।
বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “সোমবার বিকেলে গ্রামের দুই শিশুর মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড় হয়। এ নিয়ে পরে ওই শিশুদের পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।”
ঢাকা/আজহারুল/মাসুদ