ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ তাকরিম নিহত 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫  
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ তাকরিম নিহত 

নিহত তাকরিম শেখ

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তাকরিম শেখ (২০) নামে কুরআনের হাফেজ নিহত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

তাকরিমের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। অনেকে ভুল তথ্য দিয়ে দাবি করছেন, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম মারা গেছেন। প্রকৃতপক্ষে ফকিরহাটে নিহত তাকরিম শেখ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া তাকরিম ভিন্ন ব্যক্তি।

আরো পড়ুন:

নিহত তাকরিম শেখ ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। তিনি উপজেলার ভবনা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র ছিলেন এবং খুলনার রায়ের মহল হাফিজিয়া মাদ্রাসা থেকে কুরআনের ৩০ পারা হেফজ সম্পন্ন করেন।

নিহতের পরিবার বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টার দিকে ঘরের বিদ্যুৎ সংযোগ ঠিক করার সময় আকস্মিকভাবে বৈদ্যুতিক শকে আক্রান্ত হন তাকরিম শেখ। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে ভুলবশত এটিকে আন্তর্জাতিক হাফেজ তাকরিমের মৃত্যু বলে প্রচার করছেন। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন বলেন, ‘‘তাকরিমের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ভুলভাবে ছড়িয়ে পড়েছে। জনসাধারণকে অনুরোধ করছি কোনো তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছাড়ানোর জন্য।’’

ঢাকা/শহীদুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়