ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫  
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফাইল ফটো

টাঙ্গাইলের দেলদুয়ারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, সকালে দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের পাথরাইল ইউনিয়নের বটতলায় ট্রাকের ধাক্কায় বেল্লাল হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। 

তিনি উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পরে ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ড্রাইভার এবং হেলপারকে আটক করে।

অপরদিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় সকালে উত্তরবঙ্গগামী একটি পিকআপ অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক রাশেদ (৩৪) নিহত হন। 

নিহত রাশেদ বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মো. সোহেব খান।

ঢাকা/কাওছার/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়