ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়নুল আবেদীন

সরকার বিভিন্ন কৌশলে স্থানীয় নির্বাচন আয়োজনের চেষ্টা করছে

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫  
সরকার বিভিন্ন কৌশলে স্থানীয় নির্বাচন আয়োজনের চেষ্টা করছে

ঝালকাঠিতে শনিবার সকালে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে বক্তব্য বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন

বিএনপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন বলেছেন, “জাতীয় নির্বাচনের আগে কোনো ভাবেই স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কৌশলে স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের রায়কে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সমাবেশ তিনি এসব কথা বলেন। ঝালকাঠি জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

আরো পড়ুন:

জয়নুল আবেদীন বলেন, “রাজনৈতিক অঙ্গনে যারা দ্বৈতনীতি ও স্বার্থান্বেষী রাজনীতি করে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি জনগণের দল, গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী কোনো চক্রান্ত বরদাশত করা হবে না।”

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আকন কুদ্দুসুর রহমান, মো. মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় সদস্য মো. হায়দার আলী লেলিন, জীবা আমিনা আল গাজী, সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেনভুট্টো। সমাবেশে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। 

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়