ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারকে নিয়ে অপপ্রচার, যশোরে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, যশোর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
সরকারকে নিয়ে অপপ্রচার, যশোরে যুবক গ্রেপ্তার

রায়হান রানা

আওয়ামী লীগের পক্ষে ও সরকারের বিপক্ষে টিকটকের মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে যশোরে রায়হান রানা (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সদর উপজেলার শেখহাটি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কাজী বাবলু।

আরো পড়ুন:

গ্রেপ্তার রায়হান সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গণি তুষারের ছেলে।

ওসি কাজী বাবলু বলেন, ‍“দীর্ঘদিন ধরে রায়হান আওয়ামী লীগের পক্ষে ও সরকারের বিপক্ষে টিকটকের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন সময় অভিযান চালায়। বিভিন্ন স্থানে পালিয়ে থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। রবিবার ভোর ৪টার দিকে কোতোয়ালি পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। রায়হানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।” 

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়