ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ‌‘কমপ্লিট শাটডাউন’ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রাম মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ‌‘কমপ্লিট শাটডাউন’ 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকরা

পাঁচ দফা দাবি আদায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। 

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টর কাউন্সিল এই কর্মসূচি শুরু করেছে। 

আরো পড়ুন:

ইন্টার্ন ডক্টর কাউন্সিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্বাস্থ্যখাতের অধঃপতনের প্রতিবাদসরূপ পাঁচ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টররা কমপ্লিট শার্টডাউন শুরু করেছেন। 

দাবিগুলোর মধ্যে রয়েছে- এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ চিকিৎসক লিখতে পারবে না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে সরকার ম্যাটসদের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে। এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।

ইন্টার্ন চিকিৎসক ইরফানুর রহমান বলেন, “পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। মানবন্ধন শেষে স্মারকলিপি প্রদানের কর্মসূচি রয়েছে।”

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. তসলিম উদ্দীন। তিনি বলেন, “আমরা অন্য চিকিৎসকদের দিয়ে হাসপাতালের সেবা কার্যক্রম চালিয়ে নিচ্ছি।”

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়