ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনা মহানগর বিএনপির সম্মেলনের উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
খুলনা মহানগর বিএনপির সম্মেলনের উদ্বোধন 

খুলনা সার্কিট হাউস মাঠে সোমবার সকালে পায়রা উড়িয়ে মহানগর বিএনপির দ্বি-বাষিক সম্মেলন উদ্বাধন করেন আমান উল্লাহ আমান

খুলনা মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করা হয়েছে। 

খুলনা সার্কিট হাউস মাঠে দলীয় পতাকা, বেলুন  পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

আরো পড়ুন:

এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির ভাষণ দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আরো পড়ুন: খুলনা মহানগর বিএনপির সম্মেলন আজ, নেতৃত্বে আসছেন কে!

সম্মেলনে সভাপতিত্ব করছেন দলের নগর শাখার আহ্বায়ক শফিকুল আলম মনা। উপস্থিত রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। 

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সম্মেলনের উদ্বোধক আমান উল্লাহ আমান। শোক প্রস্তাব পেশ করেন বিএনপি নেত্রী রেহেনা ইসা, সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়