ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধপথে ভারত থেকে প্রবেশের সময় যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫  
অবৈধপথে ভারত থেকে প্রবেশের সময় যুবক আটক

সুমন রায়

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সুমন রায় (২৬) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় পঞ্চগড় ১৮ বিজিব ব্যাটলিয়ন। 

আরো পড়ুন:

এর আগে, একই দিন দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার সীমান্তবর্তী মেইন পিলার ৪৪৩ এর ২ সাব পিলারের ১০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাকে আটক করে বিজিবি।  

আটক সুমন ঠাকুরগাঁও জেলার ঢেলারহাট এলাকার শ্রী অরুণ রায়ের ছেলে। 

বিজিবি জানায়, গত বছর ২০ নভেম্বর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে ভারতে যান সুমন। ছয় মাস পর তিনি অবৈধভাবে দেশে ফিরছিলেন। বাংলাদেশে প্রবেশের সময় মহানন্দা নদীতে পাথর শ্রমিকরা তাকে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে বিজিবি। 

তেঁতুলিয়া বিজিবি কোম্পানি সদরের হাবিলদার জালাল উদ্দীন বলেন, “রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাজার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক এক যুবককে থানায় হস্তান্তর করা হয়েছে।” 

তেঁতুলিয়া মডেল থানার ওসি এনায়েত কবির বলেন, ‍“বিজিবি আটক করে এক যুবককে থানায় হস্তান্তর করেছে।”

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম বলেন, “সীমান্তে অবৈধ চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি করছে বিজিবি। সীমান্তের যেকোনো ধরনের অপতৎপরতা রোধ করতে দিনরাত পরিশ্রম করছে বাহিনী। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তে প্রতিনিয়ত টহল জোরদার করছে।”

ঢাকা/নাঈম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়