ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০২৫  
সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

আগুনে পুড়ে যাওয়া সাজেক ভ্যালি

মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মো. সাইদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙাামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘঠিত হওয়ায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ নিরুৎসাহিত করা হলো।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌনে ১টার দিকে ইকো ভ্যালি রিসোর্ট থেকে সাজেক ভ্যালিতে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৯০-৯৫টির বেশি রিসোর্ট-কটেজ, দোকান ও বসতঘর পুড়ে গেছে। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী সন্ধ্যা ৬টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আনে।

ঢাকা/শংকর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়