ইবির বাস উল্টে আহত ২৫ শিক্ষার্থী
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সড়কের পাশে উল্টে যাওয়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়কের পাশে উল্টে গেছে। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ইবির নিজস্ব চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
চৌড়হাস হাইওয়ে থানার ওসি আল মামুন বলেন, “ঘটনাস্থলে পুলিশের ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে।”
আহত শিক্ষার্থীরা জানান, বাসটি কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়ার আগে ফাঁকা মাঠে বাসটি উল্টে যায়।
ইবির চিফ মেডিক্যাল অফিসার সিরাজুল ইসলাম বলেন, “একজনের আঘাত কিছুটা সিরিয়াস। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের এখানে চিকিৎসা চলছে।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ