বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার তিন আসামি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার তিন নেতার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় মামলা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধ সদর থানায় ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৯-১০ জনকে আসামি করে মামলাটি হয়। এতে বাদী হয়েছেন সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার যুগ্ন সদস্য সচিব আসাদুজ্জামান।
আরো পড়ুন: ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ নেতা আহত, থানা ঘেরাও
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলার প্রতিবাদে মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল করে
এদিকে, হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে গাইবান্ধা শহরের পৌর পার্কের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা সরকারি কলেজে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তারা পরিকল্পিত হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিদুর ইসলাম তালুকদার বলেন, “বাদীর লিখিত অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। মামলার পরপরেই অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত সুমন, কিরণ ও নাজমুল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিদের বাড়ি শহরের বিভিন্ন মহল্লায়।”
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলায় একদল সন্ত্রাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীদের ছুরিকাঘাতে সংগঠনটির গাইবান্ধা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ন সদস্য সচিব শেফাউর রহমান শিপন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসান ও সেনাবাহীনির সদস্যরা সদর হাসপাতালে যান।
হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাত ১২টার দিকে গাইবান্ধা সদর থানা ঘেরাও করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
ঢাকা/মাসুম/মাসুদ