ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ১ একর বন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৫  
গাজীপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ১ একর বন

আগুনে বনের গাছপালা, লতা-গুল্ম, কীটপতঙ্গ এবং ছোট ছোট চারা গাছ পুড়ে গেছে।

গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক একর সংরক্ষিত শাল-গজারি বন পুড়ে গেছে। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর সদর বিটের গাজিয়ারণ মৌজা এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বনের গাছপালা, লতা-গুল্ম, কীটপতঙ্গ এবং ছোট ছোট চারা গাছ পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাঝে মাঝেই দুর্বৃত্তরা সংরক্ষিত বনে আগুন ধরিয়ে দেয়। এতে গাছের চারা, প্রাণি এবং প্রকৃতির অন্যান্য উপাদান ধ্বংস হচ্ছে। এই আগুনের ফলে মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং বন্য প্রাণির আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন। তবে, জনবল সংকটের কারণে বিভিন্নস্থানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘‘আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাতাসের কারণে। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে বন রক্ষায় কাজ করছি। দুর্বৃত্তদের শনাক্ত করার জন্য তদন্ত চলছে।’’

ঢাকা/রফিক/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়