ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজ চক্রের ১১ জন গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫  
রাজশাহীতে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজ চক্রের ১১ জন গ্রেপ্তার

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজ চক্রের ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৫ এর রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরের হোসনিগঞ্জ এলাকার ডাকাত দলের নেতা আব্দুল আউয়াল ওরফে ডাকু আউয়াল (৪৫), ধুতরাবন এলাকার মো. সম্রাট (৩৮), আসাম কলোনির মো. শান্ত ইসলাম (২২), রানীনগর মোন্নাফের মোড়ের জিসান হোসেন (২৩), কাজলার মাইন হোসেন আলিফ (১৯), মেহেরচণ্ডী কড়াইতলার শাকিল খান (২৩), পাঠানপাড়ার নাইম ইসলাম (২৫), একই এলাকার শরিফুল ইসলাম ওরফে সনি (৩২), কাঁঠালবাড়িয়া এলাকার আকাশ হোসেন (২৩), চর মোক্তারপুরের সোহাগ আলী (২৮) ও কাঁঠালবাড়িয়া গোবিন্দপুরের জীবন ইসলাম (১৬)।

র‌্যাব জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা মোতাবেক এ অভিযান চালানো হয়েছে। অভিযানে একটি ধারালো টিপ চাকু, চাঁদা আদায়ের রশিদ বই ও কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

ঢাকা/কেয়া/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়