আগে সংস্কার, পরে নির্বাচন: নায়েবে আমির
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাতক্ষীরার আশাশুনিতে দীর্ঘ এক যুগ পর জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “তাড়াহুড়া করে নির্বাচন নয়, আগে সংস্কার, তারপর নির্বাচন অনুষ্ঠিত হোক।”
সাতক্ষীরার আশাশুনিতে দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের আয়োজন করে সংগঠনটির উপজেলা শাখা।
তিনি আরো বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার বলেছিল- আমার ভোট আমি দেবো, তোমার ভোটও আমি দেব। আল্লাহর রহমতে আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ায় কথা বলার সুযোগ পেয়েছি। দুঃশাসন শেষ হয়েছে কিন্তু শোষণ কি শেষ হয়েছে? আজকে যুবক, মহিলা, পুরুষ জীবন দিতে শিখে গেছে। যে জাতি জাগে, সে জাতি কখনো হারে না। আল্লাহর আইন যতদিন চালু না হবে, ততদিন আমাদের আন্দোলন বন্ধ হবে না।”
তিনি আরো বলেন, “জামায়াতে ইসলামের কাফেলায় চলতে হলে আপনাদেরকে কয়েকটি কাজ মেনে চলতে হবে। পৃথিবীতে শ্রেষ্ঠ কাজ হলো আল্লাহর পথে থাকা। রসুলের পথ অনুসরণ করে কোরআনের আইন চালু করতে প্রয়োজনে জিহাদে নামতে হবে, জেল খাটতে হবে এবং মাল কুরবানী দিতে হবে। আমরা তৃতীয় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি মানুষের আইন বাতিল করে আল্লাহর আইন চালু করতে হবে।”
উপজেলা জামায়াতে আমির আবু মুছা তারিকুজ্জামানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল খালেক, সাবেক জেলা আমির ও এমপি প্রার্থী মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমির নুরুল হুদা, জেলা সম্পাদক মাওলানা আজিজুর রহমান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম প্রমুখ।
এতে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, সাবেক উপজেলা আমির উপাধ্যক্ষ আব্দুস সবুর, জেলা কর্ম পরিষদ সদস্য ইউপি চেয়ারম্যান আল আবু বক্কর ছিদ্দিক, সাবেক উপজেলা আমির ডা. নুরুল আমিন, আশাশুনি উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা প্রমুখ।
ঢাকা/শাহীন/এস