ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীনগরে এক রাতে ৭ কবরের কঙ্কাল চুরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
শ্রীনগরে এক রাতে ৭ কবরের কঙ্কাল চুরি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম সিংপাড়া কবরস্থান থেকে এক রাতেই ৭টি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময়ে কঙ্কালগুলো চুরি হয়।

স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক বলেন, ‘‘ভোরে ফজর নামাজ শেষে কবর জিয়ারত করতে এসে মাটি খোঁড়া দেখতে পাই। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে কবর খুঁড়ে কোনো মরদেহ বা কঙ্কাল খুঁজে পায়নি।’’

এর আগে, গত দুই সপ্তাহে উপজেলার বেজগাঁও কবরস্থান থেকে ১১টি খুলি এবং চারীগাঁও জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরি হয়।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আনিসুর রহমান বলেন, ‘‘যেসব কবরস্থান থেকে খুলি-কঙ্কাল চুরি হয়েছে, কোনটির সীমানা প্রাচীর নেই। তাই চোর চক্র অনায়াসে চুরি করতে পারছে। চোর চক্র ধরতে অভিযান শুরু হয়েছে।’’

ঢাকা/রতন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়