ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯ মার্ডার মামলায় সাবেক এমপি আব্দুল মজিদ খান রিমান্ডে

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫  
৯ মার্ডার মামলায় সাবেক এমপি আব্দুল মজিদ খান রিমান্ডে

সাবেক এমপি মো. আব্দুল মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৯ ছাত্র-জনতা হত্যার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি মো. আব্দুল মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ আদেশ দেন।

নাইন মার্ডার মামলার তদন্তকারী কর্মকর্তা ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা গত সপ্তাহে আদালতে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তার উপস্থিতিতে শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। সন্ধ্যায় এসব তথ্য দেন ওসি মো. গোলাম মোস্তফা।

এর আগে ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট জেলার বানিয়াচং থানার সামনে ৯ জনকে গুলি করে হত্যা করা হলে মামলা হয়। 

এ মামলায় ১০ ফেব্রুয়ারি আব্দুল মজিদ খানকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে এনে ১৮ ফেব্রুয়ারি আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আব্দুল মজিদ খান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলার বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে তিনবারের সাবেক এমপি।

ঢাকা/মামুন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়