ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেলুনে দাড়ি কাটাতে গিয়ে আ.লীগ নেতা আটক

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
সেলুনে দাড়ি কাটাতে গিয়ে আ.লীগ নেতা আটক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাঈদ মেহেদীকে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করে পুলিশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর উপজেলার বিসমিল্লাহ সুপার মার্কেটের একটি সেলুন থেকে তাকে আটক করা হয়।

সেলুন মালিক কার্তিক জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাঈদ মেহেদী তার দোকানে দাড়ি কাটাতে আসেন। কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

আরো পড়ুন:

আটক সাঈদ মেহেদী কালিগঞ্জ উপজেলার মৌতল ইউনিয়নের পানিয়া গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে। তিনি কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

এদিকে, পুলিশ একইদিন শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন মিঠুকে আটক করে পুলিশ। উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফ মিঠু শ্যামনগর উপজেলার কাশিমাড়ি এলাকার আবু বক্কার সিদ্দিক গাজীর ছেলে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুর কবির মোল্যা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সাঈদ মেহেদীসহ এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়