ঝিনাইদহে একজনকে কুপিয়ে হত্যা, আহত ৩
ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতিবেশী দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় সুফী শেখ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় আহত হন আরো তিনজন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামের লাকির মোড়ে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বন্দেখালী গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলীর ইদুর সঙ্গে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলছে। আজ সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যান ইদ্রিস আলী। এসময় শাকেন ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে তাদের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে তাকেসহ চারজনকে কুপিয়ে আহত করেন ইদ্রিস আলী। আহতদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সুফী শেখকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর ১২ দিকে সুফী শেখ মারা যান।
শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, “ঘটনার খবর পেয়ে এলাকায় পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ