ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাংস বিক্রির টাকা চাওয়ায় হামলা, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ১ মার্চ ২০২৫  
মাংস বিক্রির টাকা চাওয়ায় হামলা, যুবক নিহত

ফাইল ফটো

খুলনার রূপসায় মাংস বিক্রির টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় আরিফ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আইচগাতী ইউনিয়নের সেনের বাজারে ঘটনাটি ঘটে। রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নিহত আরিফ খুলনা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে।

ওসি মো. মাহফুজুর রহমান জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাংস বিক্রেতা আরিফ রূপসা উপজেলার সেনের বাজার এলাকার রুবেলের মাংসের দোকানে যান। আরিফ দীর্ঘদিন ধরে রুবেলের কাছে মাংস বেচাকেনা করতেন। আরিফ ২ লাখ ৫০ হাজার টাকা রুবেলের কাছে পেতেন। ওই টাকা চাইলে রুবেল এবং আরিফের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা চাপাতি দিয়ে আরিফের মাথায় আঘাত করেন। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় আরিফকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে রাত সাড়ে ৯ টার দিকে আরিফ মারা যান।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়