ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু

চাঁদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১ মার্চ ২০২৫   আপডেট: ১১:০১, ১ মার্চ ২০২৫
চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু

হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু হয়ে গিয়েছে। এর আগে এ সকল রোজাদারগণ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তারাবির নামাজ আদায় ও ভোররাতে সাহরিতে অংশ নেন।

শনিবার (১ মার্চ) সকালে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মুখপাত্র রাসেল মুন্সী বলেন, “বহু আগে থেকেই আমরা সাদ্রা দরবার শরিফের অনুসারীরা প্রতিবছর সৌদিআরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করি। এবারো তার ব্যতিক্রম হচ্ছেনা।”

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, ১৯২৮ সাল থেকে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপনের প্রচলন করেন। তার দেখাদেখি হাজীগঞ্জ ছাড়াও ফরিদগঞ্জ ও মতলব উত্তরের বেশকিছু গ্রামসহ সবমিলিয়ে প্রায় অর্ধশত গ্রামে এভাবে রোজা ও ঈদ পালন করা হয়।

এ বিষয়ে সাদ্রা দরবার শরিফের বর্তমান পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী বলেন, “সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর চন্দ্রমাস হিসাব করে আমরা রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে থাকি। এটি আমাদের দীর্ঘদিনের ধর্মীয় প্রচলন।”

তিনি আরও বলেন, “চাঁদপুরের এই বিশেষ ঐতিহ্য প্রতি বছরই আলোচনায় আসে। যা জেলার ধর্মীয় ও সামাজিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।”

ঢাকা/জয়/টিপু

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়