ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাওনা টাকা নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১ মার্চ ২০২৫   আপডেট: ১১:৪৯, ১ মার্চ ২০২৫
পাওনা টাকা নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, আহত ২০

শৈলকূপা উপজেলার রয়েড়া গ্রামে শুক্রবার সকালে দুই পক্ষের সংঘর্ষের পর পুলিশ মোতায়েন করা হয়

ঝিনাইদহের শৈলকূপায় পাওনা দুই হাজার  টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। 

শনিবার (১ মার্চ) সকালে উপজেলার রয়েড়া গ্রামে ঘটনাটি ঘটে। শৈলকূপা থানার ওসি মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রয়েড়া গ্রামের ইউপি সদস্য আবু সালেহ মুসার সঙ্গে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলছিল। গতকাল শুক্রবার রাতে মুসার সমর্থক আকমল পাওনা দুই হাজার টাকা চান মোকাদ্দেসের সমর্থক সুজনের কাছে। এ নিয়ে দুইজনের কথা-কাটাকাটি হয়।

এরই জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শৈলকূপা থানার ওসি মাসুম খান বলেন, “আবারো সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এখনো কাউকে আটক করা যায়নি। থানায় কোনো অভিযোগও আসেনি।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়