ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ১ মার্চ ২০২৫  
চাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

চাঁদপুরের পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলো- চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রামদাসদীর মাইমুনা (৩), সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার জুনায়েদ হোসেন (২)।

মাইমুনার ও জুনায়েদের পরিবার জানায়, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাদের দেহ পুকুরে ভেসে উঠতে দেখা যায়।

মিরাজের পরিবার জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায়। খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে থাকতে দেখা যায় শিশুটিকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, “সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুকেই হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।”

ঢাকা/অমরেশ/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়