ফরিদপুরে যৌথবাহিনীর অভিযান, গ্রেপ্তার ৪
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফরিদপুরের বোয়ালমারীতে গভীর রাতে অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (৩ মার্চ) ভোরে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে পৌরসদরের দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে মাদক বেচাকেনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মাহফুজুর রহমান, একই এলাকার গাঁজা ব্যবসায়ী রিপন শেখ, ইয়াবা ব্যবসায়ী তুষার মাতবর ও কবির শেখ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার উপপরিদর্শক দেওয়ান শামীম খান বাদি হয়ে সোমবার দুপুরে থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৩।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, “বোয়ালমারী থানা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মাদকদ্রব্যসহ ৪ মাদক কারবারীকে গ্রেপ্তরা করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।”
ফরিদপুর/তামিম/সাইফ