ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে মৎস্য বিভাগের স্পিডবোটের সঙ্গে নৌকার সংঘর্ষ, জেলের মৃত্যু

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ৪ মার্চ ২০২৫  
বরিশালে মৎস্য বিভাগের স্পিডবোটের সঙ্গে নৌকার সংঘর্ষ, জেলের মৃত্যু

মেহেন্দিগঞ্জ উপজেলায় সোমবার রাতে মৎস্য বিভাগের স্পিডবোট ও মাছ ধরা নৌকার সংঘর্ষে নদীতে পড়ে মারা যাওয়া জেলে

বরিশালের মেহেন্দিগঞ্জে মৎস্য বিভাগের স্পিডবোটের সঙ্গে মাছ ধরা নৌকার সংঘর্ষে নদীতে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার কালাবদর নদীতে ঘটনাটি ঘটে। মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত কুমার রায় এতথ্য জানান। 

আরো পড়ুন:

মারা যাওয়া জেলের নাম মিরাজ ফকির (৩০)। তিনি মেহেন্দিগঞ্জের মিয়ার চর এলাকার ফখরুল ফকিরের ছেলে।  

মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের মেরিন ফিশারিজ অফিসার সুকান্ত কুমার রায় বলেন, “মাছ শিকারের জন্য কালাবদর নদীর শ্রীপুর এলাকায় নিষিদ্ধ বাধা জাল ফেলেছেন জেলেরা এমন খবর পেয়ে মৎস্য বিভাগের একটি দল স্পিডবোট নিয়ে সেখানে অভিযান চালায়। নদী থেকে জাল তোলার সময় ৮/১০টি জেলে নৌকা তাদের ওপর হামলা করে। এ সময় এক নৌকা এসে তাদের স্পিডবোটের ওপর উঠিয়ে দেয়। এসময় নৌকা থেকে এক জেলে নদীতে পড়ে যান।”

তিনি আরো বলেন, “তাকে উদ্ধার করে জেলেরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।” 

মেহন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) এনামুল হক বলেন, “স্পিডবোট ও জেলে নৌকার সংঘর্ষে এক জেলের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

ঢাকা/পলাশ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়