ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ৯ মার্চ ২০২৫   আপডেট: ০৯:১৯, ৯ মার্চ ২০২৫
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক (ফাইল ফটো)

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। 

শনিবার (৮ মার্চ ) রাতে স্কুলের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিককে পুলিশ আটক করে। 

এর আগে দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷ 

পরিবার জানায়, সকালে বিদ্যালয়ে এক্সট্টা ক্লাসের জন্য যায় সেই শিক্ষার্থী। সেই শিক্ষার্থী বাদে বাকী সব শিক্ষার্থীকে চলে যেতে বলেন শিক্ষক মানিক। সবাই চলে গেলে রুমে দরজা বন্ধ করে ঘটনাটি ঘটিয়েছেন তিনি। পরে তার মোটরসাইকেল করে সেই শিক্ষার্থীকে বাড়ির পাশে রেখে আসেন৷ ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে কান্নাকাটি করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, “স্কুল বন্ধ হওয়ার পর থেকে সে এক্সট্রা ক্লাসে যায়। আজকে যাওয়ার ৩০ মিনিট পরে সে বাড়ি চলে আসে। তারপর কান্নাকাটি করে বলে মানিক মাস্টার তার সাথে খারাপ কাজ করেছেন৷ কেন আমার মেয়েটার সাথে এমন কাজ করলো। আমরা এর বিচার চাই৷”

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁওয়ের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন বলেন, “এমন ঘটনায় একজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তার প্রাথমিক চিকিৎসা শেষ হয়েছে। পরীক্ষা নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।”

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, “অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জানা গেছে, এর আগেও এক মেয়ের শ্লীলতাহানির ঘটনায় এই শিক্ষক চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছিলেন৷ 

ঢাকা/হিমেল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়