ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

গাজীপুরের আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৯, আসবাবপত্রে আগুন 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ১২ মার্চ ২০২৫   আপডেট: ০৮:৫৪, ১২ মার্চ ২০২৫
গাজীপুরের আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৯, আসবাবপত্রে আগুন 

মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির হোটেল হ্যাভেন ফ্রেশের আসবাবপত্রে আগুন দেন বিক্ষুব্ধ জনতা

গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে হোটেল হ্যাভেন ফ্রেশে অভিযান চালিয়ে আট নারীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় হোটেলটিতে ভাঙচুর চালানোর পর আসবাবপত্র ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এনে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার (১১ মার্চ) রাত ১০ টার দিকে হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেল হ্যাভেন ফ্রেশ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আট নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে।”

আরো পড়ুন:

এলাকাবাসী জানান, পুলিশের অভিযানের পর বিক্ষুব্দ জনতা হোটেলটিতে ভাঙচুর চালায়। তারা হোটেলটির আসবাবপত্র ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর এনে আগুন ধরিয়ে দেন। এসময় তারা হোটেল বন্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আশরাফ নামে এক দোকানি বলেন, ‍“কয়েকদিন পরে ঈদ। আমরা ঈদকে সামনে রেখে নতুন মালামাল উঠিয়েছি। আজকে যদি বিক্ষুব্ধ জনতা দোকানে আগুন ধরিয়ে দিতেন তাহলে আমাদের পথে বসতে হতো। আমরা চাই কোনাবাড়ী থেকে আবাসিক হোটেল আজীবনের জন্য বন্ধ করা হোক।” 

কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন,  “আমরা অভিযান শেষে থানায় ফেরার পর শুনি, হোটেলে কিছু বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়েছে। তাৎক্ষণিক কোনাবাড়ী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগেও হোটেলটিতে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

গত ২৮ ফেব্রুয়ারি হোটেল হ্যাভেন ফ্রেশে অভিযান চালিয়ে ২ নারীসহ ১৬ জনকে আটক করে আদালতে পাঠায় পুলিশ।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়