ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে আছিয়ার গায়েবানা জানাজা ও কফিন মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১৪ মার্চ ২০২৫  
হবিগঞ্জে আছিয়ার গায়েবানা জানাজা ও কফিন মিছিল

ছবি: রাইজিংবিডি

মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কফিন মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমআ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে প্রথমে গায়েবানা জানাজা আদায় করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে তারা শহরে বের করেন কফিন মিছিল।

আরো পড়ুন:

এ সময় তারা ধর্ষকের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে টাউন হল এলাকায় গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আরিফ তালুকদার, সদস্য সচিব মাহদী হাসান, মুখ্য সংগঠক আশরাফুল ইসলাম সুজন প্রমুখ।

বক্তারা বলেন, মাগুরার আছিয়াসহ সারা দেশে ধর্ষণের যে বর্বরতা চলছে তা কোনভাবেই কাম্য নয়। আছিয়াকে যারা ধর্ষণ করেছে সেইসব ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। 

হবিগঞ্জ/মামুন/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়