ঢাকা     শনিবার   ১৫ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৮ মাসের শিশুর হাত-পা ভেঙে দিলেন মা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ১৭ মার্চ ২০২৫   আপডেট: ২২:০১, ১৭ মার্চ ২০২৫
৮ মাসের শিশুর হাত-পা ভেঙে দিলেন মা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে ৮ মাস বয়সী শিশুর দুই হাত ও একটি পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রবিবার (১৬ মার্চ) বিকেলে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আরো পড়ুন:

থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ইউনিয়নের আন্দার মানিক গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুলের সঙ্গে জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের আবুল সরদারের মেয়ে সুরাইয়ার পাঁচ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে সামির আহমেদ (৪) ও সিজান আহমেদ (৮ মাস) নামে দুটি ছেলে সন্তান রয়েছে। গত ১৩ মার্চ সিজান আহমেদের দুইটি হাত ও বাম পা ভেঙে বাপের বাড়ি পালিয়ে যায় সুনাইয়া। অসহ্য যন্ত্রনার কারণে শিশুটি দিনরাত ঘুমাতে পারছে না। 

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অবুঝ শিশুটি হাতে ও পায়ে প্লাস্টার নিয়ে শুয়ে আছে। এ সময় পাশেই তার বাবা আশরাফুলকে বসে থাকতে দেখা যায়। আশরাফুল বলেন, “ছোটখাটো যে কোনো বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হলে দা-বটি নিয়ে কয়েকবার আমার ওপর আক্রমণ করেছে সুরাইয়া। দুইটি সন্তানের মুখের দিকে তাকিয়ে কিছু বলিনি। এখন দেখি সুযোগ পেলে আমার সন্তানদের মেরেও ফেলতে পারে। তাই নিরাপত্তার জন্য গতকাল সোনারগাঁ থানায় একটি অভিযোগ দিয়েছি।” 

স্থানীয় বিএনপি নেতা সেলিম সরকার বলেন, “শিশুটির বাবা আমার কাছে বিচার চেতে এসেছিল। শিশুটির অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। এমন মায়ের কথা জীবনে প্রথম শুনলাম। আমি তাকে থানা পুলিশের সহায়তা নিতে বলেছি।”

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী বলেন, “শিশুটির বাবা অভিযোগ দিয়েছেন। শিশুটির প্রতি অমানবিক আচরণ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/অনিক/মাসুদ

সর্বশেষ