ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে ৫ দাবিতে মউশিক শিক্ষকদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২৩ মার্চ ২০২৫  
ঝিনাইদহে ৫ দাবিতে মউশিক শিক্ষকদের মানববন্ধন

আউট সোর্সিং বাতিল, সব জনবলকে রাজস্বভুক্ত, শিক্ষকদের সম্মানী বৃদ্ধিসহ পাঁচ দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করেছেন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষকরা।  

রবিবার (২৩ মার্চ) সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ কর্মসূচি আয়োজন করে শিক্ষকদে সংগঠন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ। কর্মসূচিতে  ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের সদস্যরা অংশ নেন।

আরো পড়ুন:

ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে সংগঠনটির জেলা শাখার সভাপতি তাওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ এই প্রকল্পের শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। ঈদের আগেই বকেয়া বেতন ও ভাতা প্রদানসহ সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়