ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের আনন্দ ভুলে গেছেন ২ বিধবা চা শ্রমিক

আব্দুল আজিজ, মৌলভীবাজার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ৩১ মার্চ ২০২৫  
ঈদের আনন্দ ভুলে গেছেন ২ বিধবা চা শ্রমিক

মেহেরজান (বায়ে) ও সখিনা

একই ঘরে দুই বিধবা নারী চা শ্রমিকের বসবাস। সখিনা (৫০) ও মেহেরজান (৫৫)। ৩০ বছর আগে তারা স্বামী হারিয়েছেন। মেয়েদের বিয়ে দিয়ে জীর্ণ কুটিরে বসবাস করছেন। ঈদের আনন্দ যে কী, তারা তা ভুলেই গেছেন।

তারা জানান, তারা ননদ ও ভাবী তিন দশক ধরে এভাবে জীবন কাটাচ্ছেন। এবার ঈদের আগে সপ্তাহিক মজুরী পাননি। এই যৎসামান্য আয় দিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।  

সখিনার অভিযোগ তিনি নিয়মিত শ্রমিক হয়েও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের বরাদ্দকৃত কোনো সাহায্য বার বার চেষ্টা করেও পাননি। এ নিয়ে কথা হলে বাগান কর্তৃপক্ষ জানান, কোনো মজুরী অপরিশোধিত নয়। ব্যাংক বন্ধ থাকার কারণে হয়ত পেতে দেরি হচ্ছে। জীবনমান উন্নয়নের বরাদ্দকৃত সহায়তা সমাজসেবা বিভাগ পরিচালনা করে থাকে।

চা শিল্পের সঙ্গে জড়িত জনগোষ্ঠীর জীবনে রয়েছে নানা বঞ্চনার গল্প। মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইটা চা বাগানে ঈদের আগের দিন এই দুই নারী শ্রমিকের সঙ্গে প্রতিবেদকের কথা হয়। এতে জানা যায়, তারা দুইজন ননদ ও ভাবী। মেহেরজান এক সময় চা বাগানে কাজ করলেও এখন দ্বারে দ্বারে ভিক্ষা করেন। সখিনা (ভাবী) ওই বাগানের নিয়মিত শ্রমিক। 

এ সময় সখিনা বলেন, ‘‘আমার ঘরে ঈদের আনন্দ কেমনে আসবে? ৩০ বছর আগে স্বামী মারা গিয়েছে। ছন্দহীন জীবনে মলিন মনে কি আর আনন্দ আসে?’’

ঈদে নতুন কাপড় কিনেছেন কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, বাগানের সাহেবরা ঈদের আগের মজুরী দেয়নি। তাই নতুন কাপড় কিনতে পারেননি। তবে বাগানের এক হুজুর একখানা শাড়ি দিয়েছেন, তা দিয়েই চলবে। তিনি জানান, তার স্বামী মারা যাওয়ার কিছু দিন পর ননদ মেহেরজানেরও স্বামী মারা যান। এরপর থেকে দুইজন এক ঘরে বসবাস করছেন। তার চা শ্রমিকের মজুরীর আয় ও মেহেরজান ভিক্ষার টাকা দিয়ে কোনোমতে চলেন তারা। 

বাগান পঞ্চায়েত সভাপতি নাসিম আহমদ জানান, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের বরাদ্দকৃত টাকার বিষয়টি পরিচালনা করেন সমাজসেবা বিভাগ। এখানে তাদের হাত নেই। 

ইটা বাগানের ব্যবস্থাপক কে জি আজম জানান, ঈদের আগে তারা শ্রমিকদের যাবতীয় পাওনা পরিশোধ করে দিয়েছেন। ব্যাংক বন্ধ থাকার কারণে হয়ত পেতে দেরি হচ্ছে।

ঢাকা/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়