ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২ এপ্রিল ২০২৫   আপডেট: ১৫:২০, ২ এপ্রিল ২০২৫
গোপালগঞ্জে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার মাজরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আহতাবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’’

মিজানুর রহমান আরো বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, সকালে দ্রুতগামী কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আহত হয়ে তিনি মহাসড়কের পাশে পড়ে ছিলেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’

ঢাকা/বাদল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়