ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৫ সাঁতারুর কুতুবদিয়া চ্যানেল পাড়ি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ১২ এপ্রিল ২০২৫  
১৫ সাঁতারুর কুতুবদিয়া চ্যানেল পাড়ি

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাইফুল ইসলাম রাসেল

কক্সবাজারে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়েছেন ১৫ জন অভিজ্ঞ সাঁতারু। শনিবার (১২ এপ্রিল) সকালে আয়োজিত এ চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আন্তর্জাতিক সাঁতারু দি সি হর্স সাইফুল ইসলাম রাসেল।

সাইফুল ইসলাম রাসেল ‘ওসেনম্যান চ্যাম্পিয়নশিপ’-এর ৪র্থ স্থান অধিকারী এবং এর আগে টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ৬৫ কিলোমিটার দীর্ঘ বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দেন।

আরো পড়ুন:

বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বিওডব্লিউএস) এর আয়োজনে ‘কুতুবদিয়া চ্যানেল সুইমিং ২০২৫’ প্রতিযোগিতা শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে সাঁতারুদের যাত্রা শুরু হয়ে শেষ হয় দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটে। সাঁতার প্রতিযোগিতার দৈর্ঘ্য ছিল প্রায় ৪ কিলোমিটার।

প্রতিযোগিতার উদ্বোধন করেন বিওডব্লিউএস-এর উপদেষ্টা শিমুল চৌধুরী। এ সময় পরিবেশ বিষয়ক সংগঠক ও পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সাঁতারুদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকরা বলেন, ‘‘নিরাপদ ও মুক্ত সাঁতার চর্চার জন্য এই ধরনের আয়োজন নিয়মিত করা হবে।’’

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়