ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ১৩ এপ্রিল ২০২৫  
মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম (ফাইল ফটো)

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) ভোরে মেহেরপুর শহরের নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার সন্দেহভাজন আসামি আব্দুস সালামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 


 

ঢাকা/ফারুক/টিপু  

সর্বশেষ

পাঠকপ্রিয়