ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৮, ১৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:৩০, ১৬ এপ্রিল ২০২৫
আরাকান আর্মির কবল থেকে ফিরলেন ৫৫ জেলে

কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকা থেকে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ৫৫ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। ফেরত আনা জেলেদের মধ্যে ১৩ জন বাংলাদেশের নাগরিক এবং ৪২ জন রোহিঙ্গা বলে জানিয়েছে প্রশাসন।

আরো পড়ুন:

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে আটক হওয়া ৫৫ জন জেলেকে বিজিবির সহায়তায় ফেরত আনা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়