ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় ৩ মাদক কারবারির যাবজ্জীবন 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ১৭ এপ্রিল ২০২৫   আপডেট: ২০:৫৮, ১৮ এপ্রিল ২০২৫
গাইবান্ধায় ৩ মাদক কারবারির যাবজ্জীবন 

তিন মাদক কারবারিকে কারাদণ্ড দেওয়া হয়

গাইবান্ধায় মাদক মামলায় তিন মাদক কারবারির যাবজ্জীবন ও দুইজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার  (১৭ এপ্রিল) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আতিকুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণের প্রকাশ, ২০২১ সালের ১৬ জুলাই রাজশাহী জেলার সীমান্তপুর  গোদাগাড়ী গ্রামের সোহেল রানা, আবুল কালাম আজাদ, আসাদুল ইসলাম, শফিকুল ইসলাম ও আনারুল ইসলাম ১৫ লাখ টাকার হিরোইন নিয়ে বিক্রির উদ্দেশ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবস্থান করেন। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার র‍্যাব অভিযান  চালিয়ে হিরোইনসহ তাদের গ্রেপ্তার করে। পরে এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

আরো পড়ুন:

দীর্ঘ শুনানি শেষে বিচারক আতিকুর রহমান মাদক কারবারি সোহেল রানা, আবুল  কালাম আজাদ ও আসাদুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় শফিকুল ইসলাম ও আনারুল ইসলামের খালাসের আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্তদের গাইবান্ধা কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক বলেন, সমাজে মাদকের ভয়াবহতা রোধ করতে আদালতের বিজ্ঞ বিচারক যথাযথ বিচার করেছেন। এই রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

ঢাকা/মাসুম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়