ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে যাত্রীসহ নালায় রিকশা, শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ১৮ এপ্রিল ২০২৫   আপডেট: ০৯:১৩, ১৯ এপ্রিল ২০২৫
চট্টগ্রামে যাত্রীসহ নালায় রিকশা, শিশু নিখোঁজ

নিখোঁজ শিশুকে উদ্ধারে নালায় অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার কাপাসগোলায় ব্যাটারি চালিত একটি রিকশা যাত্রী নিয়ে নালায় পড়ে গেছে। এসময় মায়ের কোলে থাকা ছয় মাস বয়সী এক শিশু নালায় নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। নিখোঁজ ওই শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

আরো পড়ুন:

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। সিটি করপোরেশনের মেয়র এর নির্দেশে, চসিকের পরিচ্ছন্নতা কর্মীরা নালায় ককসিটসহ বর্জ্য অপসারণ করে নিখোঁজ শিশুটির সন্ধান করছে।  

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ঘটনার সময় বৃষ্টি হওয়ায় নালায় স্রোত ছিল। একটি ব্যাটারি চালিত রিকশা অনিয়ন্ত্রিতভাবে চালানোর কারণে সেটিসহ মায়ের কোল থেকে একটি শিশু নালায় পড়ে যায়। রাত সোয়া ১০টার দিকে চসিকের স্ক্যাভেটারের সহায়তায় যাত্রীসহ নালায় পড়ে যাওয়া রিকশাটি উদ্ধার করা হয়। তবে, নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়