ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ২০ এপ্রিল ২০২৫  
কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে

বদরুল আলম

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলমকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রবিবার (২০ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বদরুল আলমকে ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শনিবার (১৯ এপ্রিল) গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন:

গ্রেপ্তার বদরুল আলম কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের বাসিন্দা।

শনিবার মধ্যরাতে কটিয়াদী পৌর শহরের একটি বাড়ি থেকে কদরুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় বদরুল আলম তার ফেসবুক আইডিতে লেখেন, “কোনো মামলা ছাড়াই আমাকে গ্রেপ্তার করা হল। আল্লাহ ভরসা।”

এলাকাবাসী জানান, বদরুল আলম কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। তিনি কটিয়াদী রক্তদান সমিতির সমন্বয়ক হওয়ায় বেশির ভাগ সময় তাকে সামাজিক কর্মকাণ্ড করতে দেখা যেত। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

ওসি তরিকুল ইসলাম বলেন, বদরুল আলমের বিরুদ্ধে কটিয়াদী থানায় কোনো মামলা নেই। কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার দুপুরে সদর থানা পুলিশের কাছে বদরুল আলমকে হস্তান্তর করা হয়।”

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়