ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৈধ লাইসেন্স নেই, রিসোর্টে লাখ টাকা জরিমানা 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২১ এপ্রিল ২০২৫  
বৈধ লাইসেন্স নেই, রিসোর্টে লাখ টাকা জরিমানা 

মাটির মায়া ইকো রিসোর্ট

গাজীপুরের শ্রীপুরে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হচ্ছিল ‘মাটির মায়া ইকো রিসোর্ট’। রবিবার (২০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রিসোর্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শ্রীপুর উপজেলার উত্তর পেলাইদ গ্রামে অবস্থিত ইকো রিসোর্ট দীর্ঘদিন ধরে পর্যটন সেবা দিয়ে আসছিল। তবে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও বৈধ ব্যবসায়িক লাইসেন্স সংগ্রহ করেনি। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়।

আরো পড়ুন:

স্থানীয়দের অনেকে জানান, রিসোর্টটি এলাকায় বেশ জনপ্রিয় হলেও কখনো প্রশাসনের সরাসরি তদারকির আওতায় ছিল না। এই অভিযানের পর অনেকে প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ। তিনি জানান, রিসোর্টটি পরিচালনার জন্য কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। তাই আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ‘‘আমরা নিয়মিত বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পর্যবেক্ষণ করে থাকি। এই রিসোর্টটির বিরুদ্ধে আগে থেকে কিছু অভিযোগ ছিল। আজ অভিযান চালিয়ে নিশ্চিত হওয়া গেছে, তারা  বৈধ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল। এ ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, “পর্যটকদের নিরাপত্তা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে সবাইকে আইন মেনে ব্যবসা করতে হবে। জেলার সব পর্যটন ও আবাসন প্রতিষ্ঠানের লাইসেন্স যাচাই করে দেখা হবে।”

ঢাকা/রফিক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়