ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে শুরু জব্বারের বলী খেলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:৫২, ২৫ এপ্রিল ২০২৫
চট্টগ্রামে শুরু জব্বারের বলী খেলা

চট্টগ্রামের লালদিঘি ময়দানে শুক্রবার বিকেলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলা

চট্টগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলা। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে লালদিঘি ময়দানে প্রতিযোগিতার উদ্বোধন করেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ।

এবার ‘চ্যাম্পিয়ন বলী’ খেতাবের জন্য লড়াই করছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা দেড় শতাধিক বলী।

আরো পড়ুন:

বলীখেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৪৭ জন বলী প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করেছেন। গত আসরের চার সেমিফাইনালিস্ট বাঘা শরীফ, রাসেল, রাশেদ এবং সৃজন চাকমাও এবারের বলী খেলায় অংশ নিচ্ছেন।

তিনি আরো জানান, প্রতিযোগিতায় রুবেল চাকমা নামের আলোচিত ও একাধিক বলী খেলায় চ্যাম্পিয়ন এক বলী অংশ নিচ্ছেন। 

১৯০৯ সাল থেকে চট্টগ্রামে লালদিঘীর ময়দানে জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আবদুল জব্বার সওদাগর এই বলী খেলার প্রবর্তন করেন। এবার অনুষ্ঠিত হচ্ছে বলী খেলার ১১৬ তম আসর।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়