ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৩ সংসার ভাঙার অভিযোগ করলেন হিরো আলম 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ২৬ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:৩৫, ২৬ এপ্রিল ২০২৫
সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৩ সংসার ভাঙার অভিযোগ করলেন হিরো আলম 

মডেল ইতিকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে হিরো আলম

বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি তিনটি সংসার ভেঙেছেন বলে জানিয়েছেন তিনি। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এক নারী মডেলকে সঙ্গে নিয়ে গাজীপুরের একটি পার্কে সংবাদ সম্মেলনে হিরো আলম এ সব কথা জানান।

হিরো আলম বলেন, ‘‘আমার পাশে যিনি বসে আছেন, তার নাম ইতি। তিনি একজন মডেল, গাজীপুরেই বাড়ি। আপনারা জানেন, কিছু দিন আগে আমার বাবা মারা গেছে। এরপরে রিয়া মনির সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার সেই সাবেক বউ তিন তিনটি সংসার নষ্ট করেছেন। আমার পাশে বসা এই আপুটির সংসার নষ্ট করেছেন, আমার নিজের সংসার নষ্ট করেছেন। এছাড়াও আমার বাবাকে দেখাশোনা করতেন, যে মেয়ে তার সংসারও নষ্ট করেছেন।’’

হিরো আলম অভিযোগ করে বলেন, ‘‘রিয়া মনি বিভিন্ন ইউটিউব চ্যানেলে টাকা দিয়ে আমার নামে অপবাদ ছড়াচ্ছেন। আমার পাশে বসা এই ইতির স্বামীর সঙ্গে প্রেম করছেন। যার ফলে তাকেও ডিভোর্স দিয়েছেন।’’

আরো পড়ুন:

মডেল অভিনেত্রী ইতি বলেন, ‘‘আমি প্রেম করে বিয়ে করেছিলাম। আমার স্বামী ড্যান্সার। তিন বছরের সংসার আমাদের। তবে হিরো আলমের সাবেক বউ রিয়া মনি আমার স্বামীর সঙ্গে প্রেমে জড়ান। এরপর রিয়া মনির প্রলোভনে আমাকে ডিভোর্স দিয়েছেন। আমরা আজ তাদের চরিত্র জাতির সামনে তুলে ধরলাম।’’

ঢাকা/রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়