ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘৯০ দিনের মধ্যে আছিয়া-লামিয়ার হত্যাকারীদের মৃত্যুদণ্ড দিতে হবে’

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ২৭ এপ্রিল ২০২৫  
‘৯০ দিনের মধ্যে আছিয়া-লামিয়ার হত্যাকারীদের মৃত্যুদণ্ড দিতে হবে’

লামিয়ার জানাজায় বক্তব্য রাখেন সারজিস আলম

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সরাজিস আলম বলেছেন, “কয়েক দিন আগে আমাদের বোন আছিয়াকে হারিয়েছি, আজ লামিয়াকে হারালাম। অন্তবর্তী সরকারের কাছে আমাদের চাওয়া, আছিয়া ও লামিয়া যাদের কারণে মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যুদণ্ড আগামী ৯০ দিনের মধ্যে দিতে হবে।” 

তিনি আরো বলেন, “এই মৃত্যুদণ্ড প্রকাশ্যে না হলেও সেই মৃত্যুদণ্ডের চিত্র পৃথিবীর সামনে আসা দরকার। এই চিত্র প্রকাশ্যে এলে আর কোন নরপিচাশ এক ন্যাক্কারজনক কর্মকাণ্ডে ঘটাতে সাহস করবে না।” 

রবিবার (২৭ এপ্রিল) রাত সাড়ে সাতটায় ঢাকায় পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকি উপজেলার শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়ার জানাজা নামাজের আগে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। 

গত ১৮ মার্চ পটুয়াখালী দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার পর নিজেই থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। 

পিতার মৃত্যু এবং ধর্ষণের ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত লামিয়া শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। লামিয়ার পরিবারকে সান্তনা দিতে সারজিস শহীদ জসিমউদদীনের গ্রামের বাড়িতে আসেন।

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়