ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জের তিন উপজেলায় পৃথক মামলায় গ্রেপ্তার ৬ 

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২৮ এপ্রিল ২০২৫  
হবিগঞ্জের তিন উপজেলায় পৃথক মামলায় গ্রেপ্তার ৬ 

আজমিরীগঞ্জে জগন্নাথ আখড়ার সম্পত্তির বিরোধে হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৪ আসামি

হবিগঞ্জে জেলার তিন উপজেলায় পৃথক পৃথক মামলায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও সেনাবাহিনী। এই তিন উপজেলা হচ্ছে আজমিরীগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জ।

আজমিরীগঞ্জে নগর জগন্নাথ আখড়ার সম্পত্তির বিরোধ নিয়ে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলেন-  আজমিরীগঞ্জ উপজেলার নগর এলাকার আষোতোষ হোম রায় বুদ্ধ (৫০), নীলোৎপল হোম রায় লিটন (৪৬), রাখেশ সূত্রধর বৈরাগী (৫৫) ও রাংকু সূত্রধর (৩০)।  

রবিবার (২৭ এপ্রিল) রাতে এ তথ্য জানান র‌্যাব-৯ সিলেটের  মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের পৃথক অভিযানে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের নতুন বাজার ও হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে নবীগঞ্জে ঈদের জামাত আয়োজন নিয়ে বাগবিতণ্ডায় ছুরিকাঘাতে হত্যা মামলার পলাতক আসামি কাজী সুন্দর আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি জেলার নবীগঞ্জ উপজেলার সদরঘাট দক্ষিণপাড়ার মৃত ছনাওর আলীর ছেলে। রবিবার (২৭ এপ্রিল) রাতে এ তথ্য জানান র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

কাজী সুন্দর আলীকে  র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মৌলভীবাজার জেলার সদরের নাজিরাবাদ ইউনিয়নের দশকাহনীয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার পলাতক আসামি য়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসিত রঞ্জন দাশ মন্টুকে (৪০) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তিনি শায়েস্তাগঞ্জ শহরের হাসপাতাল এলাকার মৃত উপেন্দ্র চন্দ্র দাসের ছেলে।

রবিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে এ তথ্য জানান শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কান্ত নাথ। এর আগে রাত সাড়ে ৯ টায় মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা/মামুন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়