ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে মাছের ঘেরে মুখে স্কচটেপ লাগানো মরদেহ

বাগেরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ২৮ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:০৪, ২৮ এপ্রিল ২০২৫
বাগেরহাটে মাছের ঘেরে মুখে স্কচটেপ লাগানো মরদেহ

মোড়েলগঞ্জ থানা (ফাইল ফটো)

বাগেরহাটের মোরেলগঞ্জে মাছের ঘের থেকে মেহেদী হাসান (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মুখে কস্টেপ লাগানো ছিল।  

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের মামুন ও কবির মোল্লার ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মেহেদী হাসান মোংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের কাসেম শেখের ছেলে। তিনি মোংলায় ইজিবাইক চালাতেন। 

মোড়েলগঞ্জ থানার ওসি মো. রাজিব আল রশিদ বলেন, “উপজেলার তেতুলবাড়িয়া বাজার সংলগ্ন তাফালবাড়িয়া গ্রামের মামুন মোল্লা ও কবির মোল্লার ৮ বিঘার একটি মৎস্য ঘেরের পানিতে ভাসমান অবস্থায় সকালে স্থানীয় পথচারিরা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ মরদহটি উদ্ধার করেছে। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাটে মর্গে প্রেরণ করা হয়েছে।”

ঢাকা/শহিদুল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়