ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মায় টর্নেডো, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ৩০ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:০৩, ৩০ এপ্রিল ২০২৫
পদ্মায় টর্নেডো, ভিডিও ভাইরাল

কুষ্টিয়ার পদ্মা নদীতে মঙ্গলবার দুপুরে টর্নেডোর সৃষ্টি হয়। এসময় পানির স্তম্ভ আকাশে উঠে যায়

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা নদীতে টর্নেডোর উৎপত্তি হয়েছিল। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীর পানির স্তম্ভ আকাশের দিকে উঠে যায়। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ পদ্মা নদীর পানি আকাশে উঠে যায়। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। মোবাইল দিয়ে ঘটনাটি ভিডিও করে রেকর্ড করা হয়। অনেকে ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওগুলো দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরো পড়ুন:

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, “ঘটনা সত্য। বিকেল ৩টার দিকে ঘটনাটি ঘটে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়