ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ৩ মে ২০২৫  
ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বোরো ধানের ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল গণি (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৩ মে) দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের নারায়ণগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল গণি ওই এলাকার তাসু মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে বাড়ির পাশের ধানক্ষেতে পানি সেচ দিতে যান আব্দুল গণি৷ মোটরের সুইচ অন করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি৷ দুপুর গড়িয়ে গেলেও আব্দুল গণি বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেন তার পরিবারের সদস্যরা। স্থানীয় আরেক কৃষক ধানক্ষেতে আব্দুল গণিকে পড়ে থাকতে দেখে তার পরিবার ও স্থানীয়দের খবর দেন। পরে সেখান থেকে আব্দুল গণির মৃতদেহ উদ্ধার করা হয়৷ 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/নাঈম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়