বগুড়ায় ২ সাংবাদিকের ওপর হামলা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শনিবার ভোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবির হাসান বিদ্যুৎকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)
দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের হাওয়া মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের বগুড়া শহর শাখার সভাপতি আবির হাসান বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া শহরের মালতিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান।
গ্রেপ্তার আবির হাসান শহরের ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে মালতিনগর দক্ষিণপাড়ায় বসবাস করছিলেন।
হামলার শিকার সংবাদিকরা হলেন- মাছরাঙা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি খোরশেদ আলম এবং অনলাইন পোর্টাল বগুড়া লাইভের জ্যেষ্ঠ সাংবাদিক আসাফ-উদ-দৌলা নিওন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল জলেশ্বরীতলা এলাকাস্থ জেলখানা মোড়ে অবস্থিত ফ্রেস জুস বারের সামনে সাংবাদিক খোরশেদ আলম এবং আসাফ-উদ-দৌলা নিওনের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে বগুড়া সদর থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন আসাফ-উদ-দৌলা নিওন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রাকিবুল ইসলাম রাকিব নামে একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা রয়েছে।
ওই মামলায় আজ শনিবার ভোরে ডিবি পুলিশের একটি টিম আবির হাসানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবির হাসানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে।
বগুড়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান বলেন, “আবির হাসানকে আদালতে পাঠানো হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত এজাহার নামীয় দুইজন গ্রেপ্তার হয়েছেন।”
ঢাকা/এনাম/মাসুদ