ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে বিএনপি নেতার কারখানায় ডাকাতি

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ৪ মে ২০২৫   আপডেট: ১৭:৫৬, ৪ মে ২০২৫
টাঙ্গাইলে বিএনপি নেতার কারখানায় ডাকাতি

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে গত শুক্রবার রাতে বিএনপি নেতা ফকির মাহবুব আনাম স্বপনের কারখানায় ডাকাতি হয়

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের ‘আনাম গ্রিন ফুয়েল এনার্জি অ্যান্ড রিসোর্স ফার্নেস ওয়েল’ কারখানায় ডাকাতি হয়েছে। শুক্রবার (২ মে) দিবাগত রাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে তার খামারবাড়ি সংলগ্ন কারখানায় ঘটনাটি ঘটে।

ডাকাতির ঘটনায় কারখানাটির ইনজার্চ তাজুল ইসলাম শনিবার (৩ মে) রাতে বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেছেন।

আরো পড়ুন:

কারখানা মালিকের ভাতিজা শরীফুল ইসলাম শরীফ জানান, ফকির মাহবুব আনাম স্বপনের খামারবাড়ির একাংশে কারখানা রয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে পেছনের গেট কেটে ১৫-১৬ জন ডাকাত কারখানাটিতে প্রবেশ করে। তারা নৈশপ্রহরীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তারা বিদ্যুতের সুইচ বন্ধ করে কারখানার ট্রান্সফরমারের ভেতরের যন্ত্রপাতি খুলে নেয়।

ডাকাতদল পরে জেনারেটর ঘরে গিয়ে মূল্যবান তার ও ব্যাটারি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ মধুপুর জোনাল অফিসের ডিজিএম এমাজ উদ্দিন সরদার বলেন, “আনাম গ্রিন ফুয়েল এনার্জি অ্যান্ড রিসোর্স ফার্নেস ওয়েল কারখানার দুইশ কেভি ট্রান্সফরমারের যন্ত্রপাতি খুলে নিয়ে গেছে ডাকাতের দল। যার মূল্য ৪৫-৫০ লাখ টাকা। মূল্যবান তার ও কিছু নগদ টাকা নিয়ে যাওয়ার খবর শুনেছি।”

ডাকাতির খবর পেয়ে শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ স্থানীয় নেতারা কারখানাটি পরিদর্শন করেছেন। টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, “পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে।”

 

মধুপুর থানার ওসি মো. এমরানুল কবীর বলেন, “মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তার করা হবে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়